দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে কুশমন্ডি পঞ্চায়েত সমিতি টাঙ্গন সভা কক্ষে কালি পূজা উদ্যাক্তা দের নিয়ে শান্তিপূর্ণ আলোচনার করলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা সাহা এছাড়াও উপস্থিত ছিলেন দঃদিনাজপুর জেলার তৃণমূল সহ সভাধিপতি অম্বরিশ সরকার কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সভাপতি মারিয়াম মার্ডি সহ অনেকেই ।
আগামী ৩১ শে অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে দীপাবলি ও কালীপূজা। এই অনুষ্ঠানগুলোতে ব্লকের সমস্ত জায়গায় শান্তি এবং সুরক্ষা বজায় রাখার জন্য প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নাগরিক মহল।
এই আলোচনা সভায় প্রশাসনের পক্ষ থেকে কিছু বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যথাক্রমে, ১) পুজোতে কোনো ডিজে ব্যবহার করা যাবে না। ২) প্রতিটি পুজো মণ্ডপে নাইট গার্ড বাধ্যতামূলক। ৩) কোন পূজা কমিটি জুয়ার আয়োজন করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 4) সরকারী আদেশ অনুযায়ী বিসর্জন সম্পন্ন করা হবে। 5) কোনো নিষিদ্ধ ফায়ার/সাউন্ড পটকা ব্যবহার না করা।
এই আলোচনা সভায় অংশগ্রহণকারী সকল স্তরের ব্যক্তিদের নিকট শান্তি পূর্ণ ভাবে কালীপূজা করার নির্দেশ দিলেন কুশমন্ডি ব্লকে বিডিও ডক্টর নয়না দে।