Type Here to Get Search Results !

Cyclone Dana: নবান্নের কন্ট্রোল রুমে জায়ান্ট স্ক্রিনে চোখ মুখ্যমন্ত্রীর


সুশোভন সিংহ:- ঘড়ি কাটা রাত্রি নটা কলকাতার বুকেও শুরু বৃষ্টি। নবান্নে বসে পরিস্থিতি পর্যবেক্ষণে খোদ মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ-সহ অন্যান্যরা। রাতভর কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিম। বিদ্যুৎভবনে মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। তা সত্ত্বেও প্রত্যককে সতর্ক থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘কেউ প্যানিক করবেন না। সতর্ক থাকবেন। এটা জীবন বাঁচানোর লড়াই।’

ঘূর্ণিঝড় ‘দানা’র গতিবিধি নজরে রাখতে নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকেই কন্ট্রোল রুমে রয়েছেন তিনি। নজর রেখেছেন জায়ান্ট স্ক্রিনে। কন্ট্রোল রুমে তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থও। বিকেলেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি সারা রাত নবান্নেই কাটাবেন। পরিস্থিতির দিকে নজর রাখবেন। তাঁর কথায়, ‘‘মানুষের জীবন হল সবচেয়ে দামি। মানুষের জীবন রক্ষা করতে হবে। স্কুলগুলি ছুটি দিয়ে দেওয়া হয়েছে সেই কারণেই। আমি আজ রাতে নবান্নেই থাকব। বিপর্যয় মোকাবিলা দফতরের সকলে কাজ করবেন।’’


নবান্ন সূত্রে খবর, শুধু কন্ট্রোল রুমে থাকাই নয়, নিজের দফতরের কাজও করবেন। পরিস্থিতি বিবেচনা করে নিজের দফতরে গিয়ে যথাযথ জায়গায় প্রয়োজনীয় নির্দেশ পৌঁছে দেবেন। তার পর আবার ফিরে আসবেন কন্ট্রোল রুমে। সব কাজ যাতে তাঁর সঙ্গে সমন্বয় রেখেই করা হয়, সে ব্যাপারে প্রশাসনিক কর্তাদের স্পষ্ট নির্দেশও দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side