Type Here to Get Search Results !

তড়িঘড়ি সাসপেন্ড তন্ময়! আলিমুদ্দিন স্ট্রিট কি তাদের ‘নকল বুঁদির গড়’ রক্ষা করতে পারবে?


কলকাতা:- মহিলা সাংবাদিকে শ্লীলতাহানির অভিযোগ উঠতেই তন্ময়কে সিপিএম যেমন সাসপেন্ড করেছে, তেমনই আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। ওই মহিলা সাংবাদিক বরাহনগর থানায় অভিযোগ করেছেন। তার ভিত্তিতে সোমবার তন্ময়কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে যে ভাবে তড়িঘড়ি সাসপেন্ড করেছে, তাতে প্রশ্ন উঠতে শুরু করেছে, আলিমুদ্দিন স্ট্রিট কি তাদের ‘নকল বুঁদির গড়’ রক্ষা করতে পারবে? 

সিপিএমের রক্তক্ষরণ যে অব্যাহত রয়েছে, তা একের পর এক ভোটে প্রমাণিত। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সিপিএম বিভিন্ন ভাবে নিজেদের ‘সংহত’ করেছে। দলীয় সৃঙ্খলার বিষয়ে যত্নবান হয়েছে। নেতৃত্বে মহম্মদ সেলিমকে এনেছে। পাশাপাশি, মিনাক্ষী মুখোপাধ্যায় বা দীপ্সিতা ধরের মতো নতুন মুখ তুলে এনেছে। কিন্তু তার পরেও তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একশ্রেণির মধ্যে ‘জনমত’ গড়ে উঠলেও সিপিএম তার রাজনৈতিক ফায়দা তুলতে ব্যর্থ হয়েছে। অনেকে মনে করছেন, সেই কারণেই সিপিেম খড়কুটো পেলেও তা আঁকড়ে ধরছে। কিন্তু তাতে লাভ হবে কি না, তা নিয়েও কেউ নিশ্চিত নন। কারণ, অনেকের মতে, সমস্যা সিপিএমের নয়। সমস্যা কমিউনিজ়মের।


রবিবার দুপুরে এক মহিলা সাংবাদিক ফেসবুকে লাইভ করে অভিযোগ করেন, তিনি তন্ময়ের বরাহনগরের বাড়িতে সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। তখন তন্ময় তাঁর কোলে বসে পড়েন! বিকেলেই সিপিএম নেতৃত্ব বুঝিয়ে দেন, তাঁরা তন্ময়ের বিরুদ্ধে পদক্ষেপ করবেন। সন্ধ্যায় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তন্ময়কে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side