দিলদার আলী; কুশমন্ডি:- সারা রাজ্য পাশাপাশি কুশমন্ডি থানায় সামনে বিক্ষোভ সমাবেশ ও ৭ দফায় দাবী নিয়ে ডেপুটেশন দিলেন জাতীয় কংগ্রেসের সমর্থকরা। রাজ্য আইন শৃঙ্খলা অবনতি, লাগাতার নারী ধর্ষণ রাহজানি খুনের প্রতিবাদ । দলমত নির্বিশেষে পুলিশ সক্রিয় ভাবে কাজ করতে হবে । পুলিশ শাষক দলের নয় প্রশাসন নিরপেক্ষ হতে হবে। কুশমন্ডি থানায় এফ আই আর করতে আসলে ফেরত পাঠানো যাবে না
এদিন কুশমন্ডি থানার সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখায় জাতীয় কংগ্রেসের সমর্থকরা । এদিন উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি আইনুল বারি, যুব কংগ্রেস সভাপতি কামরুল জামান সরিফুল ইসলাম জাইরদ্দিন আহাম্মেদ মানিকুল ইসলাম সহ অনেকেই। কুশমন্ডি বিশাল পুলিশ প্রশাসন মোতায়েন ছিল ।এই বিষয়ে কুশমন্ডি ব্লকে জাতীয় কংগ্রেসের সভাপতি আইনুল বারি বলেন, রাজ্য আইন শৃঙ্খলা লাগাতার অবনতি নারী নির্যাতন ধর্ষণ ঘটনা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ও কুশমন্ডি থানা ৭, দফা দাবি ডেপুটেশন দেওয়া হয়।