বর্তমান সময়ে প্রতিটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু হলো মোবাইল ফোন। পড়াশোনা থেকে শুরু করে বিনোদন কিংবা যেকোনো বিষয়ে অনুসন্ধানে ক্ষেত্রে মোবাইল অপরিহার্য হয়ে উঠছে। আর সেই মোবাইল যদি হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তবে নানান সমস্যা সম্মুখীন হতে হয় সাধারণ জনগণকে। বিশেষ করে এখন অর্থনৈতিক লেনদেন কিংবা জরুরী কাগজপত্র সংরক্ষিত কিংবা আদান-প্রদান মোবাইলের দ্বারা করা হয়। এমতাবস্থায় আপনার সাধের কিংবা কাজের মোবাইলটি কোন কারণে খোয়া গেলে বিস্তর সমস্যা।
তবে বর্তমানে পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় এই বিষয়গুলোতে। আপনার মোবাইল যদি কোন কারণে চুরি কিংবা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ নিকটবর্তী থানায় নির্দিষ্ট নিয়মে অভিযোগ দায়ের করুন। পুলিশ প্রশাসন আপনাকে সাহায্য করবে।
ঠিক যেমন হরিরামপুর থানা পুলিশ প্রশাসন তদন্ত চালিয়ে হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া ১১ টি মোবাইল ফোন যাচাই করে ১৬/১০/২০২৪ বুধবার আসল মালিকদের হাতে তুলে দিলেন।