Type Here to Get Search Results !

লক্ষ্মী পূজোর দিন হরিরামপুর থানার পুলিশের প্রচেষ্টায় ১১ টি হারিয়ে যাওয়া/চুরি হওয়া মোবাইল ফিরে পেলেন আসল মালিকেরা


সুশোভন সিংহ; হরিরামপুর:- এই যেন লক্ষী লাভ! লক্ষ্মীপূজো সকালে হরিরামপুর থানার পুলিশের সক্রিয় তদন্তের ফলে, হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া ১১ টি মোবাইল ফোন আসল মালিকরা ফিরে পেলেন। বুধবার মোবাইল ফোন গুলো আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয় হরিরামপুর থানা পক্ষ থেকে। মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা। পুলিশের এই ভূমিকাতে প্রশংসিত করেছেন তারা। এর পাশাপাশি, হরিরামপুর থানার আইসি কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। 


বর্তমান সময়ে প্রতিটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু হলো মোবাইল ফোন। পড়াশোনা থেকে শুরু করে বিনোদন কিংবা যেকোনো বিষয়ে অনুসন্ধানে ক্ষেত্রে মোবাইল অপরিহার্য হয়ে উঠছে। আর সেই মোবাইল যদি হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তবে নানান সমস্যা সম্মুখীন হতে হয় সাধারণ জনগণকে। বিশেষ করে এখন অর্থনৈতিক লেনদেন কিংবা জরুরী কাগজপত্র সংরক্ষিত কিংবা আদান-প্রদান মোবাইলের দ্বারা করা হয়। এমতাবস্থায় আপনার সাধের কিংবা কাজের মোবাইলটি কোন কারণে খোয়া গেলে বিস্তর সমস্যা। 


তবে বর্তমানে পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় এই বিষয়গুলোতে। আপনার মোবাইল যদি কোন কারণে চুরি কিংবা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ নিকটবর্তী থানায় নির্দিষ্ট নিয়মে অভিযোগ দায়ের করুন। পুলিশ প্রশাসন আপনাকে সাহায্য করবে। 


ঠিক যেমন হরিরামপুর থানা পুলিশ প্রশাসন তদন্ত চালিয়ে হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া ১১ টি মোবাইল ফোন যাচাই করে ১৬/১০/২০২৪ বুধবার আসল মালিকদের হাতে তুলে দিলেন। 
 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side