মালদা;তনুজ জৈন;১৪অক্টোবর: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রাস্তা। জল কাঁদায় কর্দমাক্ত। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন ৩০ টি গ্রামের বাসিন্দারা। হাট এবং রেলস্টেশনে যাওয়ার রাস্তা। যানবাহন তো বটেই মানুষের চলাচলের পক্ষে অযোগ্য। বারবার স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কাছে গিয়েও হয়নি সুরাহা। এবার রাস্তা সংস্কারের দাবিতে অভিনভ বিক্ষোভ এলাকাবাসীর। জল কাদার রাস্তায় জাল ফেলে মাছ ধরার প্রতীকী বিক্ষোভ। রাজ্যের বেহাল দশার মধ্যেই রাস্তার হতশ্রী অবস্থা কটাক্ষ বিজেপির। দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা হবে সাফাই তৃণমূলের।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের ঘটনা।স্থানীয়দের অভিযোগ মহানন্দা বাঁধ রোড থেকে শুরু করে আব্দুল হাইয়ের বাড়ি পর্যন্ত প্রায় পাঁচশ মিটার রাস্তা দীর্ঘ পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ইসলামপুর অঞ্চল ও সাদলীচক অঞ্চলের মধ্যে সংযোগকারী রাস্তা হচ্ছে এটি।এই রাস্তা দিয়ে প্রায় ৩০ গ্রামের বাসিন্দা যাতায়াত করে থাকেন।কুমেদপুর হাট ও কুমেদপুর রেলস্টেশনেও রাস্তা দিয়ে যাওয়া যায়। বর্তমানে সেই রাস্তা জলকাদায় একাকার হয়ে পড়ে রয়েছে। চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তা দিয়ে যেতে পারে না কোন অ্যাম্বুলেন্স। সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং প্রসূতিদের। সমস্যার কথা বহুবার জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে। কিন্তু মেলেনি কোনও প্রতিকার।তাই চাঁদপুর ও ইসলামপুর এলাকার বাসিন্দারা রাস্তার মেরামতের দাবিতে আন্দোলনে নামেন। তাঁরা রাস্তায় জাল ফেলে প্রতীকি মাছ ধরে বিক্ষোভ দেখান। এবং রাস্তা সংস্কারের আশ্বাস না মেলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন। যদিও শেষমেশ স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। গ্রামবাসীরা রাস্তায় বিক্ষোভে নামতেই তৃণমূল - বিরোধীদের শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।