মালদা;তনুজ জৈন;১০অক্টোবর: মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দুটি বিগ বাজেট ক্লাবের পূজো উদ্বোধন করতে এসে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের পাশে দাঁড়িয়ে রাজ্যের পূজো অনুদান নিয়ে গলা ভরা প্রশংসা করলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানালেন তিনি।
আর এর জেরে এলাকায় বিতর্কের দানা বেঁধেছে।অনুদান নিয়ে পুলিশের এই মন্তব্য ঘিরে উঠেছে নানান প্রশ্ন? পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে এলাকার বিজেপি নেতৃত্ব। কি করে পুলিশ প্রশাসনের এলাকার সর্বোচ্চ পদে আসীন থাকা এক কর্তা রাজ্য সরকারের কর্মসূচির প্রচার চালাতে পারেন। বিজেপির অভিযোগ পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তাই রাজ্য সরকারের এই আর্থিক অপচয়কেও তারা সমর্থন করছে। দূর্গা পূজার নামে রাজ্য সরকার এই অনুদান দিয়ে আর কিছুই নয় গুন্ডা মাস্তান বাহিনীকে পুষছে এমনটাই দাবি বিজেপির জেলা নেতৃত্বের।
![]() |
বিজ্ঞাপন |
মহা ষষ্ঠীর দিন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দুটি বিগ বাজেট ক্লাবে পূজা উদ্বোধন করতে যান রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খান এবং সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। এদের সম্বর্ধনা নেওয়ার পাশাপাশি প্রকাশ্য মঞ্চেই মন্ত্রীর পাশে দাঁড়িয়ে থানার আইসি মনোজিত সরকার বলেন রাজ্য সরকার পূজো অনুদান দিয়ে খুব ভালো কাজ করছে। এতে পুজো আরো ভালো করে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে। পাশাপাশি আইসির হয়ে সাফাই দিয়ে মন্ত্রী তাজমুল বলেন সরকার পূজো অনুদান দেওয়াতে মানুষের উপর চাঁদার চাপ কমেছে। পাশাপাশি এলাকাতেও পুজো বেড়েছে। অনুদান পুজোর জন্য খুব দরকারি। আর এই ঘটনার পরেই বিজেপি তীব্র কটাক্ষ করেছে। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক সম্পাদক রূপেস আগরওয়ালা বলেন মন্ত্রী ফালতু কথা বলছেন। এখানে অনেক বড় বড় ক্লাব আছে তৃণমূল পরিচালিত তারা ব্যবসায়ী থেকে শুরু এলাকার বাসিন্দাদের চাঁদার জন্য চাপ দিচ্ছেন। অনুদানের নামে সরকার এলাকায় এলাকায় গুন্ডা মাস্তান বাহিনী তৈরি করছে। আর পুলিশ আজকে যে ধরনের মন্তব্য করলো তাতে আমাদের মনে হচ্ছে পুলিশ দলদাসে পরিণত হয়েছে। প্রশাসন আর নিরপেক্ষ থাকছে না।