মালদা:- এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো মালদা জেলা। রাস্তায় জল ফেলা কে কেন্দ্র করে বিবাদ দুই পরিবারের মধ্যে। বৌমাকে বাঁচাতে এসে প্রাণ হারালেন শশুর।
পিটিয়ে খুনের অভিযোগ কাকাতো ভাই এবং তার স্ত্রীর বিরুদ্ধে। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মালদার চাঁচল থানার নিচতপুর এলাকার ঘটনা। মৃতের নাম আব্দুল বারেক। অভিযোগ উঠেছে তার কাকাতো ভাই আব্দুল কাদের এবং তার স্ত্রীর বিরুদ্ধে। এদিন রাস্তায় জল ফেলা নিয়ে মৃতের বৌমার সঙ্গে অভিযুক্তদের ঝামেলা হয়। সেইখান থেকেই জল গড়াই এত দূর।