দিলদার আলী; আপনার নিউজ:- আরজি কর ঘটনার প্রতিবাদে কুশমন্ডি ব্লক বামফ্রন্টের পক্ষ থেকে মঙ্গলবার কুশমন্ডি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন দেওয়া হয়।
দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে একাধিক দাবী নিয়ে কুশমন্ডি থানায় স্বারক লিপি প্রদান করলেন বামফ্রন্টের নেতৃত্ব ও সমর্থকরা। এদিন আর্জি কর হাসপাতালে ধর্ষণ খুনে ন্যায় বিচার করতে হবে দোষীদের ফাঁসী অবিলম্বে ব্যাবস্থা করতে হবে । স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানানো হয়। অবিলম্বে কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে। এদিন উপস্থিত ছিলেন দঃদিনাজপুর জেলার এরিয়া কমেটি সদস্য গুরুপদ রায়, আব্দুল জলিল, দারুল ইসলাম, আব্দুল কাফি সহ অনেকেই।