সুশোভন সিংহ; বুনিয়াদপুর:- রাজ্যজুড়ে ধর্ষণ এবং আদিবাসী মা-বোনদের ওপর অত্যাচারের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর এলাকায় পথ অবরোধ আদিবাসী সেঙ্গেল অভিযানের। পথ অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় ৫১২ নম্বর জাতীয় সড়ক এবং ১০ নম্বর রাজ্য সড়ক।
বুধবার আনুমানিক দুপুর দুটো থেকে বুনিয়াদপুর ট্রাফিক মোড়ে পথ অবরোধ শুরু করেন আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মকর্তারা। অবরোধকারীদের দাবি প্রতিটি ধর্ষণের অভিযুক্তদের কঠিন থেকে কঠিনতর সাজা প্রদান করতে হবে, ধর্ষণ পরবর্তীতে ধর্ষিতাদের সমাজে সুস্থভাবে বসবাসের জন্য সুশিক্ষা এবং শিক্ষা পরবর্তীতে চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে। এর পাশাপাশি গঙ্গারামপুর মহকুমা শাসক এবং মহাকুমা পুলিশ আধিকারিকের সাথে সাক্ষাতের দাবি জানানো হয় সেঙ্গেল অভিযানের নেতৃত্বের পক্ষ থেকে। পথ অবরোধের জেরে যানজট সৃষ্টি হয় ৫১২ নম্বর জাতীয় সড়ক এবং ১০ নম্বর রাজ্যসড়কে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল লক্ষণীয়।
ঘটনা উল্লেখ্য, আরজি কর ধর্ষণে ঘটনা যখন উত্তাল রাজ্য রাজনীতি সেই সময়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার নেমে আসছে বলেই অভিযোগ। বংশীহারী থানার গাঙ্গুরিয়া অঞ্চলে এক নাবালিকাকে রাত্রিতে ঘরে ঢুকে ধর্ষণ করে খুন করার চেষ্টায় ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্ত বর্তমানে আদালতের নির্দেশে পুলিশে হেফাজতে রয়েছে।
এই কর্মসূচির বিষয় আদিবাসী সেঙ্গেল অভিযানের সর্বভারতীয় নেতা বিক্রম মুর্মু আমাদের জানান,' রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী মা বোনদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে, রাজ্য সরকার এ ব্যাপারে নিশ্চুপ,বংশীহারীতে যে আদিবাসী নাবালিকার ওপরে অত্যাচার হয়েছে তার প্রধান অভিযুক্ত কোন এক রাজনৈতিক নেতার ছেলে, আমরা এর প্রতিবাদ আজ পথ অবরোধ করছি, এর এর পাশাপাশি তিনি আরো জানান, ' ধর্ষণ পরবর্তীতে সেই মেয়েটা যেন সমাজে সুস্থ ভাবে বেঁচে থাকতে পারে তার জন্য সুশিক্ষা এবং শিক্ষা পরবর্তীতে চাকরি ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার,"।