মালদা: তনুজ জৈন:- জা-এর সঙ্গে পারিবারিক বিবাদ।সেই বিবাদের জেরে জা এর বাবা, ভাইয়ের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং যৌন হেনস্থার অভিযোগ এক মহিলার। থানায় লিখিত অভিযোগ দায়ের। কিন্তু অভিযোগ দায়েরের কিছুক্ষণের মধ্যেই ফের অভিযোগ প্রত্যাহারের চাপে ওই মহিলার বাড়িতে হানা দেয় তিন দুষ্কৃতী। যাদের মুখে ছিল মাস্ক। সেই সময় বাড়িতে একা ছিলেন ওই মহিলা। তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার দিকে তেড়ে যায় ওই তিনজন। কোনভাবে ঘরে ঢুকে দরজা বন্ধ করে প্রাণে বাঁচেন তিনি। ব্যাপক ভাঙচুর চালানো হয় বাড়িতে।
ওই মহিলার আরো বিস্ফোরক অভিযোগ দুষ্কৃতীরা তাকে বলেন তিনি যদি অভিযোগ প্রত্যাহার না করেন তবে আরজিকরে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে সেই ঘটনা ঘটবে। এই নিয়ে পুনরাই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। যদিও অধরা দুষ্কৃতীরা। প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। মালদার চাচোল থানার অন্তর্গত একটি গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।নির্যাতিতা জানিয়েছেন গত পাঁচ তারিখ আবর্জনা ফেলা নিয়ে তার সঙ্গে তার জায়ের ঝামেলা হয়েছিল। তারপরেই তার জা তাকে হুমকি দেয়। ৬ তারিখ রাত আটটা নাগাদ বাড়িতে একা ছিলেন নির্যাতিতা। সেই সময় তার জায়ের বাবা এবং ভাই বাড়িতে ঢুকে। অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। নির্যাতিতা মহিলা প্রতিবাদ করলে তাকে ঘরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে শ্রীলতাহানি এবং যৌন হেনস্থা করা হয়। নির্যাতিতা এই নিয়ে তিনজনের বিরুদ্ধে চাচল থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু তারপরেই গতরাতে তার বাড়িতে তিন দুষ্কৃতি চড়াও হয়। যাদের মুখে ছিল মাস্ক।রবিবার এই নিয়ে ফের আরেকটি অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।