মালদা;তনুজ জৈন;১৯সেপ্টেম্বর: পঞ্চায়েতের পাশা বদল হতেই ফের শুরু দুর্নীতি। জোটের হাত থেকে তৃণমূলের হাতে পঞ্চায়েতে যেতেই সামনে এলো বড় দুর্নীতির অভিযোগ। কাজ না করেই তুলে নেওয়া হয়েছে টাকা। এমন অভিযোগ নিয়েই ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী। কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান। এলাকাবাসীর এই অভিযোগ সামনে আসতেই সরব বিরোধীরা। কংগ্রেস সিপিএমের দাবি যখন জোটের হাতে পঞ্চায়েত ছিল কোন দুর্নীতি হয়নি। যারা জোট থেকে তৃণমূলে গেছে তারা দুর্নীতি করার জন্য গেছে এটা প্রমাণিত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে প্রধান।
প্রশাসন তদন্ত করে দুর্নীতি দেখলে দল পাশে থাকবে না সাফাই তৃণমূলের।হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। উত্তর রামপুর গ্রামে হরিজন পাড়ায় রাঁধা গোবিন্দ মন্দির চত্বরে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ৭৫ হাজার টাকা ব্যয়ে টিউবওয়েল বসানোর কথা ছিল পঞ্চায়েতের।অভিযোগ পঞ্চায়েত প্রধান টিউবওয়েল না বসিয়ে প্রকল্পের ৫০ হাজার টাকা তুলে নিয়েছেন।এই কথা জানতে পেরে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও সৌমেন মন্ডলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয়রা।অভিযোগকারী বলেন, আমরা হরিজন পাড়ায় ৪০ টি পরিবার বসবাস করি।পাড়ায় কোনো সাব মার্সিবল পাম্প নেই। মন্দির চত্বরে একটি টিউবওয়েল বসানোর দাবি করেছিলাম প্রধানের কাছে।প্রধান এসে পরিদর্শন করে যান।পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে টিউবওয়েল শিঘ্রই বসানো হবে বলে আশ্বাস দেন।পরে আমরা জানতে পারি প্রকল্পের কাজ না করে গত ৪ সেপ্টেম্বর ৫০,১২৪ টাকা তুলে নিয়েছে।প্রধানকে বললে কোনো কর্ণপাত করছে না।তাই আমরা বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছি। গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।