মালদা;২১সেপ্টেম্বর: সোশ্যাল মিডিয়ায় প্রচারের প্রভাবে বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিক পেল হুইল চেয়ার। এমনই অভাবনীয় ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামে। এই গ্রামের বাসিন্দা মান্নান আলী আট বছর আগে পাঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। কিন্তু সেখানে পর্যাপ্ত রোজগার না হওয়াতে মানসিক অবসাদে বিষ খেয়ে নেন। স্থানীয়দের উদ্যোগে সেখানে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে প্রাণ ফিরে পেলেও আজীবনের মত বিকলাঙ্গ হয়ে যান তিনি। হারিয়ে ফেলেন কর্ম ক্ষমতা। এরপর গ্রামে ফিরে আসেন। স্ত্রী ও তিনটি ছোট ছোট ছেলেকে নিয়ে প্রায় অনাহারে অর্ধ হারে দিন কাটাচ্ছিলেন। এলাকারই একটি স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল মিডিয়াতে এই শ্রমিকের দুর্দশার কথা পোস্ট করেন। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। জেলা শাসক নীতিন সিঙ্গানিয়ার নির্দেশে শনিবার তার বাড়িতে গিয়ে ওই শ্রমিক কে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল। তিনি বলেন এই শ্রমিকের অবস্থা দেখলাম।সরকারি ভাবে সমস্ত রকম সাহায্যে ব্যাপারে উদ্যোগী হব। প্রশাসনের তরফ থেকে আরো কিছু করা যায় কি না সেটাও নজর দেওয়া হবে।
এদিকে মান্নাল আলী বলেন পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলাম কিন্তু সেখানে অর্থ উপার্জন ঠিকমতো হচ্ছিল না তাই মানসিক অবসাদে ভুগছিলাম। তাই রাগের মাথায় নিজের জীবন শেষ করতে বিষ খেয়েছিলাম। দুই মাস চিকিৎসা চলার পরে আমি খানিকটা সুস্থ হলেও আমি চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। এখন বাড়িতেই পড়ে আছি এলাকারই একটি সংস্থা সোশ্যাল মিডিয়ায় আমার এই দুরাবস্থা কথা প্রকাশ করে তারপরেই ব্লক প্রশাসন আমার পাশে দাঁড়িয়েছে এবং আমার চিকিৎসার জন্য সাহায্য করবেন বলে জানিয়েছেন।