Type Here to Get Search Results !

Train Ticket: টিকিট ছিঁড়ে গেলে কিংবা হারিয়ে গেলে ট্রেনে চড়া যায়? এমন ঘটলে কী করবে আপনি, দেখুন


আপনার নিউজ ডেক্স:- ভারতীয় রেল (Indian Railways) এর জন্যই দেশের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে খুব সহজেই অল্প সময়ে চলে যাওয়া যায়। আপনিও নিশ্চয়ই কমবেশি ট্রেনে ভ্রমণ করেছেন।



পুরো এশিয়ার মধ্যে বৃহত্তম ভারতীয় রেল নেটওয়ার্ক। প্রায় কোটি কোটি মানুষ সারাদিনে ট্রেনে যাতায়াত করে থাকেন। কিন্তু ট্রেনে যাতায়াত করতে গেলে টিকিটের প্রয়োজন। কিন্তু এই ট্রেনের টিকিটের বিভিন্ন রকম নিয়ম রয়েছে, যেটা আমরা অনেকেই জানিনা। অর্থাৎ ট্রেনে যাতায়াতের সময় আপনার টিকিটটি যদি হারিয়ে যায় বা ছিঁড়ে যায়, সেরকম অবস্থায় কি করা উচিত?


ট্রেনে যাতায়াতের জন্য টিকিট থাকা আবশ্যক। তবে আপনি যদি কোনও কারণে আপনার টিকিটটি হারিয়ে ফেলেন বা ভুল করে আপনার টিকিটটি যদি ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে আপনি ট্রেনে উঠতে পারবেন না এরকমটা নয়। এরম পরিস্থিতিতে প্রথমেই টিটিই (TTE)-কে আপনার সমস্যার কথাটি জানাতে হবে।

তখন টিটিই (TTE) আপনার হারিয়ে যাওয়া টিকিটের পরিবর্তে তালিকা মিলিয়ে একটি ডুপ্লিকেট টিকিটের ব্যবস্থা করে দেবেন। তবে এই ডুপ্লিকেট টিকিটটি বিনামূল্যে পাওয়া যাবে না। এই টিকিটের জন্য আপনাকে নির্দিষ্ট চার্জ দিতে হবে। আপনি কোন ট্রেনে এবং কোন শ্রেণীতে যাত্রা করছেন সেটার উপরেই নির্ভর করছে এই চার্জ।


যেমন ধরুন আপনি সেকেন্ড ক্লাসে বা স্লিপার ক্লাসে যাত্রা করছেন । তখন আপনাকে ডুপ্লিকেট টিকিটের জন্য ৫০ টাকা দিতে হবে। এছাড়াও আপনি যদি এসি ফার্স্ট ক্লাসে যাত্রা করেন তাহলে ডুপ্লিকেট টিকিটের জন্য আপনাকে ১০০ টাকা দিতে হবে।


আপনার টিকিটটি যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে ডুপ্লিকেট টিকিটের জন্য আপনার অরিজিনাল টিকিটের ভাড়ার ২৫ শতাংশ চার্জ বাবদ দিতে হবে।



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side