দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আর্জিকর হাসপাতালে ঘটনা নিয়ে দোষী দের ফাঁসী দাবীতে এবং রাম,বাম,শ্যাম চক্রান্ত সিবিআই তদন্তের দাবীতে কুশমন্ডি চৌরাস্তা তৃনমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ করলে তৃনমূল কংগ্রেস।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায়, দঃদিনাজপুর জেলার পরিষদ সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, দঃদিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল, কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি করিমুল ইসলাম, কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সভাপতি মারিয়াম মার্ডি, কুশমন্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস, কৃষ্ণ বসাক, মুজাফফর হোসেন, লাভলি বেগম, আরমিনা পারভীন সহ অনেকেই।
এই বিষয়ে কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি করিমুল ইসলাম বলেন,'আরজি কর হাসপাতালে ঘটনার প্রতিবাদে কুশমন্ডি ব্লকে তৃণমূল সমর্থকরা কুশমন্ডি চৌরাস্তা সকাল ১০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ করবে, অবিলম্বে সিবিআই এই জঘন্য অপরাধের অপরাধীদের সনাক্ত করে ফাঁসি কার্যকর করতে হবে।