এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সভাপতি মারিয়াম মার্ডি, কুশমন্ডি পাঞ্চায়েত সমিতি সহ সভাপতি আব্দুল কাদের মিয়া, কুশমন্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস, সংখ্যালঘু সেলের সভাপতি আজিবুল হোসেন, কুশমন্ডি পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিউ ঘোষ, কৃষ্ণ বসাক সহ অনেকেই।এই খেলা হবে দিবস চারটি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করেন কুশমন্ডি লোহাগঞ্জ চৌষাA চৌষা B এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে লোহাগঞ্জ মহিলা ফুটবল দলও রানার্স আপ হয়েছে কুশমন্ডি মহিলা ফুটবল দল কে রানার্স আপ ট্রফি তুলে দিলেন জয়েন বিডিও জাইরুল ইসলাম। চ্যাম্পিয়ন লোহাগঞ্জ মহিলা ফুটবল দল কে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় বলেন সারা রাজ্য পাশাপাশি কুশমন্ডি ব্লকে পালিত হলো খেলা হবে দিবস।