দিলদার আলী; আপনার নিউজ:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরজি কর হাসপাতালে ডাক্তার ছাত্রীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে দোষীদের শাস্তি দাবীতে ও সিবিআই তদন্তের দাবীতে প্রতিবাদ মিছিল করা হলো কুশমনীতে। এদিন জেলা বিজেপির নেতৃত্বে কুশমন্ডি ব্লক বিজেপির তত্ত্বাবধানে কুশমন্ডি শহর পরিক্রমা করে প্রতিবাদ মিছিল। কুশমন্ডির চৌপথি মোড়ে বিজেপির নেতৃত্ব পক্ষ থেকে এই বিষয়ে বক্তব্য রাখা হয়।
ঘটনা উল্লেখ্য, চলতি মাসে আরজি কর হাসপাতালে পরিষেবা দেওয়া কালীন এক ডাক্তার ছাত্রীকেশ্রেণীর নৃশংসভাবে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছে দেশের সব স্তরের জনগণ। কলকাতা বিভিন্ন হাসপাতালে ডাক্তারদের বিক্ষোভে রোগী পরিষেবা কার্যত থমকে গেছে। এমতাবস্থায় ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসি সাজার পক্ষে সওয়াল করেছেন।
যদিও রাজ্যের বিরোধী দলগুলো এর পেছনে রাজ্য সরকারের ব্যর্থতা কে দায়ী করেছে। এই বিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পুলিশকে রবিবারের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পুলিশ তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ না করতে পারলে, অনন্তভার সিবিআই এর হারে তুলে দেওয়া হবে।
এদিন জেলা ও ব্লক বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে রাজ্য সরকারকে নিশানা করে বলা হয়, 'রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকলেও, মহিলারা সুরক্ষিত নয় এই রাজ্যে'। এদিন এই রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সহ-সভাপতি রঞ্জিত রায়, জেলা সম্পাদক তাপস রায়, কুশমন্ডি ব্লকের বিজেপির মন্ডল সভাপতিরা সহ একাধিক বিজেপি নেতৃত্ব ও কর্মী।