দিলদার আলী; আপনার নিউজ:- রাজ্যজুড়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে চলছে। বৃহস্পতিবার কুশমন্ডির চৌরাস্তার মোড়ে এই ঘটনার বিচারের দাবিতে DYFI-এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। সংগঠনের সদস্য/সদস্যরা আরজি কর ঘটনার পেছনে আসল দোষীদের সনাক্ত করে কঠিনতম শাস্তির দাবি জানান। এর পাশাপাশি, অভিযোগ করেন রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কন্যাশ্রী দেয় কিন্তু কন্যার সুরক্ষা দিতে পারে না।
দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সাধারণ জনগণ থেকে রাজনৈতিক দলগুলো বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে। এদিন সিপিএমের যুব সংগঠন DYFI এর তরফ থেকে দোষীদের অবিলম্বে শনাক্ত করে ফাঁসির দাবি জানানো হয়। জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ করা হয়,' রাজ্যে সিপিএম এবং বিজেপি হাতে হাত মিলিয়ে মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। যদিও এদিন DYFI সদস্যরা দাবি করেন রাজ্য সরকার এই ঘটনায় কোন কিছু আড়াল করতে চাইছে। নারী সুরক্ষা নিয়ে রাজ্য সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হলেও তিনি রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ।
এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI নেতৃত্ব দারুল ইসলাম, দিপঙ্কর চাকী সহ অন্যান্যরা।