আপনার নিউজ ডেক্স:- বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ইতিমধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া গোটা রাজ্য জুড়ে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ দিবস ছুটি ঘোষণার পাশাপাশি প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর কথা বলেন। তবে মুখ্যমন্ত্রী এই প্রস্তাবে সম্মতি দিলনা দল সিপিএম। এর ফলে গান স্যালুট দেওয়া হচ্ছে না বুদ্ধদেবকে।
আজ সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ সসম্মানে শেষবারের মতো বিধানসভায় নিয়ে আসা হয়। সেখানে শ্রদ্ধা জানান অনেকেই। এখান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মৃতদেহকে নিয়ে যাওয়া হয় আলিমুদ্দিনে। এদিন বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিধানসভার বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই ভিড়ে ছিলেন বিধানসভার প্রাক্তন কর্মীরাও। সকলের অনুরোধে কিছু ক্ষণের জন্য থমকাল শববাহী গাড়ি। স্লোগান উঠল ‘বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম’। বুদ্ধদেবকে বিধানসভায় শ্রদ্ধা জানালেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, প্রাক্তন বিধায়ক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন প্রমুখেরা। পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। শ্রদ্ধা জানাতে দেখা গেল এক সময় সিপিএমে বুদ্ধদেবের বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত যুবনেতা, অধুনা তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।