বার আরজি কর-কাণ্ডের প্রতিবাদ উত্তরপাড়ায় মহিলা পরিচালিত ‘বৌঠান সঙ্ঘ’ জানিয়ে দিল রাজ্য সরকার ঘোষিত ৮৫ হাজার টাকা তারা নিচ্ছে না। ইতিমধ্যে এই মর্মে একটি চিঠি জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে ওই ক্লাব। বস্তুত, এই নিয়ে উত্তরপাড়ার তৃতীয় দুর্গাপুজো কমিটি পুজোর অনুদানে ‘না’ বলে দিয়েছে। এর আগে ‘উত্তরপাড়া শক্তি সঙ্ঘ’ এবং ‘আপনাদের দুর্গাপুজো’ কমিটি আরজি করের ঘটনার প্রেক্ষিতে জানিয়ে দেয়, এ বার তারা সরকারি আনুকুল্যে পুজো করবে না। তারা আগে আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চায়।
এই বিষয়ে ‘বৌঠান সঙ্ঘ’-এর সভানেত্রী রিনা দাস বলেন, ‘‘আমরা প্রতি বার পুজোর অনুদান নিয়ে থাকি। এ বছর আরজি করের ঘটনার প্রতিবাদে সরকারি অনুদান নিচ্ছি না।’’ তাঁর সংযোজন, ‘‘নির্মম ভাবে চিকিৎসককে নির্যাতন করে মারা হয়েছে। তার বিচার চাইছি আমরা।’’ শনিবার ধর্ষিতা এবং মৃতা চিকিৎসকের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করেন।