মালদা: তনুজ জৈন:- তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ফের এক বড় দুর্নীতির অভিযোগ।
রাস্তার কাজ হওয়ার কথা ছিল এক জায়গায়। কিন্তু সেখানে কোন রাস্তার কাজ হয়নি। অথচ পুরনো একটি রাস্তা দেখিয়ে তুলে নেওয়া হয়েছে সেই কাজের টাকা। কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান। মালদার চাঁচল ১ নং ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। রাস্তার কাজ না করেই প্রায় এক লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে তৃণমূল প্রধানের বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।