পঞ্চায়েত কংগ্রেসের দখলে গেলেও জেলা পরিষদে তার উপর আস্থা রেখেছিল মানুষ, মানুষের সেই আস্থার দাম দিলেন জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন, এলাকার মানুষের দাবি মেনে শুরু হলো রাস্তা নির্মাণের কাজ
মালদা;তনুজ জৈন;০১আগস্ট: দীর্ঘদিন ধরে ছিল রাস্তার দাবী। ভোটের আগে নেত্রী প্রতিশ্রুতি দিয়ে ছিলেন তিনি জিতলে রাস্তা হবে।তার দল পঞ্চায়েতে হেরে গেলেও সেই এলাকা থেকে জেলা পরিষদে জেতেন তিনি। তার প্রতিশ্রুতিতে আস্থা রেখেছিল এলাকার মানুষ। এবার সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করলেন। জেলা পরিষদের বরাদ্ধকৃত অর্থে শুরু হলো রাস্তা নির্মাণের কাজ। খুশি এলাকাবাসী।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝিকোডাঙ্গা গ্রাম।ওই এলাকায় কবরস্থানের পার্শ্ববর্তী রাস্তার অবস্থা ছিল বেহাল।রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যার সম্মুখীন হত এলাকাবাসী।এলাকার মানুষের দাবি ছিল ওই রাস্তা যাতে সংস্কার হয়।গত পঞ্চায়েত ভোটে ওই এলাকা থেকে জেলা পরিষদের আসনে দাড়িয়ে ছিলেন তৃণমূল নেত্রী মর্জিনা খাতুন। ভিঙ্গল বরাবর কংগ্রেসের গড় হিসেবে পরিচিত। গত ভোটেও এই পঞ্চায়েত কংগ্রেসের দখলে গেছে।কিন্তু জেলা পরিষদ থেকে বিপুল ভোটে জয় লাভ করেছেন তৃণমূলের মর্জিনা। ভোটের সময় তিনি মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন ওই রাস্তার কাজ দ্রুত হবে।এবার সেই প্রতিশ্রুতি পূরণ। মালদা জেলা পরিষদ তহবিলের প্রায় ৯ লক্ষ ৭০ হাজার টাকা অর্থ বরাদ্দে কবরস্থান থেকে মোজাম্মেল হাউস পর্যন্ত শুরু হলো রাস্তার কাজ।এদিন ফিতা কেটে কাজের শিল্যানাস করেন স্থানীয় জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন।সাথে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান স্থানীয় পঞ্চায়েত সদস্যা সহ এলাকার মানুষেরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হওয়া এলাকায়। মর্জিনা খাতুনকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।