মুখ্যমন্ত্রী পথে নামার পর এবার হরিশ্চন্দ্রপুরের রাজপথে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মন্ত্রী জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে তৃণমূলের ব্লক সভাপতি থেকে শুরু করে তাবড় তাবড় নেতারা, দোষীর ফাঁসির দাবিতে মিছিল, প্রতিবাদ মিছিল বিজেপিরও, প্রতিবাদের নাটক না করে পদত্যাগ করুক মুখ্যমন্ত্রী দাবি বিজেপির।
মালদা;তনুজ জৈন;১৭আগস্ট: একদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে তৃণমূল। অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে পথে বিজেপিও। দোষীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলে হাঁটলেন তৃণমূলের মন্ত্রী,জেলা পরিষদ সদস্য ব্লক সভাপতি থেকে শুরু করে তাবড় তাবড় নেতারা। মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে তারাও দোষির ফাঁসির দাবি তুললেন। বিরোধীরা রাজনীতি করছে সেই অভিযোগও তুললেন। অন্যদিকে বিক্ষোভ মিছিল নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির। বিজেপির দাবি সরকারে রয়েছে তৃণমূল। তবে প্রতিবাদটা ওরা কার বিরুদ্ধে করছে।প্রতিবাদ না করে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক। আরজিকর কান্ডের পর এক সপ্তাহ পার। চারিদিকে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন।
শুক্রবার কলকাতায় পথে নামেন মুখ্যমন্ত্রী। শনিবার রাজ্য জুড়ে ব্লকে ব্লকে হচ্ছে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি।তার অঙ্গ হিসেবে এদিন বিকেলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদরে শহীদ মোড় থেকে শুরু হয় তৃণমূলের বিক্ষোভ মিছিল। হরিশ্চন্দ্রপুরের রাজপথে এই মিছিলে পা মেলান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা পরিষদ সদস্য বুলবুল খান, হরিশ্চন্দ্রপুর ১ (এ) ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান, হরিশ্চন্দ্রপুর ১ (বি)ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন সহ অন্যান্য নেতা-কর্মীরা।শহীদ মোড় থেকে মিছিল শুরু হয় সমগ্র সদর এলাকা পরিক্রমা করে পুনরায় শহীদ মোড়ে এসে সহ মিছিল। মিছিলে বিক্ষোভকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড।দোষির ফাঁসির দাবিতে উঠতে থাকে স্লোগান। তৃণমূলের দাবি মুখ্যমন্ত্রী প্রথম থেকেই দোষির ফাঁসির দাবী জানিয়েছেন। এখন সিবিআই তদন্ত করছে।দ্রুত তদন্তের কিনারা হোক।পাশাপাশি বিকেলে প্রতিবাদ মিছিল করে বিজেপিও। বিজেপির অভিযোগ তৃণমূলের পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। প্রকৃত সত্য উদঘাটন হলে অনেক বড় মাথা বেরিয়ে আসবে। নিজেরা সরকারি থেকে বিক্ষোভ মিছিলের নাটক না করে পদত্যাগ করুক।
ব্লক সভাপতি মর্জিনা খাতুন বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীরা এখনো নিরাপদ নয়। যে ঘটনা ঘটেছে তা নারকীয়। আমরা দোষির ফাঁসির দাবী জানাচ্ছি।
আরেক ব্লক সভাপতি জিয়াউর রহমান জানান, সিবিআই তদন্ত শুরু করেছে। সঠিকভাবে তদন্ত হোক এটাই চাইবো।আর দোষী বা দোষীদের ফাঁসি দিতে হবে।
জেলা পরিষদ সদস্য বুলবুল খান বলেন, আমরা প্রথম থেকে আন্দোলনে আছি। বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছে।আমাদের স্পষ্ট দাবি দোষির ফাঁসি দিতে হবে।
স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বক্তব্য, গতকাল মুখ্যমন্ত্রী পথে নেমেছিলেন। আজ আমরা পথে নেমেছি। এই ঘটনার প্রতিবাদ করছি।দোষী কে ফাঁসি দিতে হবে।
পাল্টা বিজেপি নেতা তথা মণ্ডল সভাপতি অজয় পাসওয়ানের অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। তৃণমূল কাদের বিরুদ্ধে বিক্ষোভ করছে। এটা সম্পূর্ণ নাটক। বাংলা জুড়ে একটাই দাবি মমতা পদত্যাগ করুক।