দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 'মা বোনদের সন্মান আমাদের সকলের সন্মান" স্লোগান তুলে আর জি কর হাসপাতালে নিকৃষ্টতম ঘটনায় দোষীদের ফাঁসিতে দাবীতে মহা মিছিল করা হয়।
কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই মহা মিছিল হল কুশমন্ডি শহর পরিক্রমা করে। এই মহামিছিলে অংশগ্রহণ করেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় দঃদিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, দঃদিনাজপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ রূপছানা খাতুন, কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সভাপতি মারিয়াম মার্ডি কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস শিক্ষা কর্মদক্ষ্য জাহাঙ্গীর আলম, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি আজিজুল হোসেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ সেকেন্দার হক লাভলি বেগম সহ অনেকেই।
এই বিষয়ে কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম বলেন সারা রাজ্য পাশাপাশি কুশমন্ডি ব্লকে আর্জিকর হাসপাতালে ঘটনা নিয়ে মহা মিছিল করলেন তৃণমূল কংগ্রেস । আগামী কাল সকাল থেকে১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ধর্না বসবেন তৃণমূল কংগ্রেস বলে জানান কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম।