Type Here to Get Search Results !

শত্রুদের ঘুম উড়িয়ে, ভারতে আসছে আমেরিকার ‘হান্টার কিলার’! পাইলট ছাড়া চলবে বিমান



আপনার নিউজ ডেক্স:- আমেরিকা থেকে ভারতে আসছে লড়াকু বিমান (India-USA Arms Deal)। হান্টার কিলার নামক এই লড়াকু বিমান চালানোর জন্য কোন পাইলটের প্রয়োজন হবে না। ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে চুক্তির (India-USA Arms Deal) পর ৩১টি এমকিউ-৯বি কেনার কথা কথা রয়েছে ভারতের (India)। বিমানগুলি ভারতীয় সেনার শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে। সূত্রের খবর, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যেই ইন্দো-মার্কিন নয়া সামরিক চুক্তি সেরে ফেলতে চাইছে দিল্লি। 
ইতিমধ্যেই চিন থেকে কাই হং-৪ ও উইং লুং-২ ড্রোন সরবরাহ করা হচ্ছে পাকিস্তানকে। জানা যায়, ইতিমধ্যে সাতটি কাই হং-৪ ড্রোন রয়েছে পাকিস্তানের কাছে। সম্প্রতি বেজিংয়ের কাছে আরও ১৬টি কাই হং-৪ চেয়েছে ইসলামবাদ। এই অবস্থায় ৩১টি এমকিউ-৯বি বা ‘হান্টার কিলার’ কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের। পাকিস্তানের পাশাপাশি চিনকে চাপে ফেলতেও দিল্লির এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আগামী নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে এই চুক্তিতে (India-USA Arms Deal) সই করতে চলেছে কেন্দ্র। দুই দেশের মধ্যে শুরু হয়েছে জোরদার আলোচনা। চিন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়ে উঠেছে। চীনের (China) সেনাবাহিনী বেশ কয়েক বছর ধরেই উত্তেজনা বৃদ্ধি করে চলেছে পূর্ব লাদাখ ও অরুণাচলের সীমান্তে। 
জানা গিয়েছে যে, ৩১টি ‘হান্টার কিলার’-এর জন্য ৩.৯ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫০০ কোটি টাকা দাবি করেছে আমেরিকান সংস্থা। একই সঙ্গে ১৭০টি ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র, ৩১০টি বোমা, দিকনির্ধারণ যন্ত্র, সেন্সর সহ ভূমি থেকে লড়াকু ড্রোন চালনার যন্ত্র দেবে আমেরিকা।সূত্রের খবর, আমেরিকার এমকিউ-৯বি চিনে তৈরি ড্রোনগুলির থেকে বেশি শক্তিশালী বলেই জানা গিয়েছে। ৪০ হাজার ফুটের বেশি উঁচু জায়গা থেকে নজরদারি চালাতে পারে এই পাইলটহীন ‘হান্টার কিলার’ বিমান। এক টানা ৪০ ঘণ্টারও বেশি আকাশে উড়তে পারে। এতে রয়েছে ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্যবস্তুতে অব্যর্থ নিশানা হানতে সক্ষম।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side