সুশোভন সিংহ; বুনিয়াদপুর:- দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার প্রতিবাদে শুক্রবার বুনিয়াদপুরে অবস্থিত এসডিপিও কার্যালয়ের সম্মুখে অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি বিজেপির।
উল্লেখ্য, গত বুধবার রাত্রে বংশীহারী থানার গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতে এক পঞ্চম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন ওই নাবালিকা। নাবালিকার চিকিৎসা চলছে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে। ইতিমধ্যেই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে বংশীহারী থানার পুলিশ দৌলতপুর থেকে অভিযুক্ত থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার মহকুমা আদালতে অভিযুক্তকে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজত দেন।
এদিন বুনিয়াদপুর সুকান্ত ভবন থেকে বিজেপির প্রতিবাদ মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে এসডিপিও কার্যালয়ের সম্মুখে উপস্থিত হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসডিপিও কার্যালয়ের সম্মুখে মিছিল কে আটকে দেওয়া হয়। এই কর্মসূচির বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী আমাদের জানান,' বংশীহারী ব্লকে আদিবাসী নাবালিকার সাথে যে জঘন্য ঘটনা ঘটেছে তার মূল অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা, এর আগেও বহুবার এই ধরনের অপরাধ করে কেবলমাত্র তৃণমূল করে বলে ছাড় পেয়েছে, এবার যেন কোনভাবে সেই অপরাধী ছাড় না পায় সেই বিষয়টা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে রাখতে চাই'।