পুলিশ সূত্রে খবর ওই যুবক দীর্ঘদিন কাশ্মীরে নির্মাণ কর্মী হিসেবে কাজ করতেন। বাংলাদেশের পরিস্থিতি বিবর্তন হলে ওই যুবক আলাল মারফত দেশে ফিরতে চেয়েছিল। টাকার বিনিময় বাংলাদেশ থেকে অবৈধভাবে দু'বছর আগে ভারতে প্রবেশ করেছিলেন ওই যুবক। তারপর কাশ্মীরে গিয়ে নির্মাণকাজের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তবে শেষ রক্ষা হলো না এবার। অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার পথেই আটক হলেন পুলিশের হাতে।
অভিযুক্ত ওই যুবক সাংবাদিকদের প্রশ্ন স্বীকার করে নেন যে,দু বছর আগে অবৈধভাবে ভারতের প্রবেশ করে সে কাশ্মীরে কাজ করতেন। এমনকি কাশ্মীরে এমন অনেক বাংলাদেশী রয়েছে যারা তার সাথে কাজ করে। এর পাশাপাশি ওই যুবক জানান, এই বাংলায় এবং কাশ্মীরে তার অনেক আত্মীয়-স্বজন রয়েছে। কবে প্রশ্ন সামান্য কিছু টাকার বিনিময় দেশের সার্বভৌমত্ব বিক্রি করছে কারা? বিএসএফের এত কড়া পাহাড়ার মধ্য কিভাবে এই সব অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে ভারতে। শনিবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ।
ভিডিও