Type Here to Get Search Results !

প্রেমিক কে স্বামী হিসেবে পেতে মরিয়া প্রেমিকা! মঙ্গলবার থেকে ধর্নায় যুবতী


দিলদার আলী; আপনার নিউজ:- প্রেমিক কে স্বামী হিসেবে পেতে মরিয়া প্রেমিকা। মঙ্গলবার ধরনায় বসা যুবতীর সাফ কথা প্রেমিক কেই বিয়ে করবে সে তা না হলে বিষ খেয়ে আত্মঘাতী হবে। মঙ্গলবার সন্ধ্যা ছ'টা থেকে বুধবার ভোর তিনটা পর্যন্ত না খেয়ে ধরনা চালিয়ে যাচ্ছে সে। এদিকে অভিযুক্ত প্রেমিক ফেরার। জানা যায় অভিযুক্ত প্রেমিক মালদা জেলার কালিয়াচক ব্লক অফিসের একজন সরকারি কর্মী। প্রেমিকের বাড়িতে ধরনার খবর চাউর হতে না হতেই এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয় ।


এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুশমন্ডি ব্লকের আকচা গ্রাম পঞ্চায়েতের বটেশ্বর গ্রামে। ধরনায় বসা যুবতীর অভিযোগ, তাঁর সঙ্গে গত দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বটেশ্বরের বাসিন্দা তথা সরকারি কর্মচারী মাফিজুল করিম মাসুমের সঙ্গে। এমনকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারিরীক সম্পর্কও স্থাপন হয় দুজনের। বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করতে অস্বীকার করে প্রেমিক। এর পরই বিয়ের দাবিতে প্রেমিকা মাফিজুল করিম মাসুমের বাড়িতে ধরনায় বসে। 


ওই যুবতীর বক্তব্য, আমি টাকা পয়সা কিছু চাই না। আমি আমার প্রেমিক কে স্বামী হিসেবে পেতে চাই। তাই ধর্নায় বসেছি। গত চার মাস ধরে তার সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করি বিভিন্ন উপায়ে। কিন্তু তার সাথে যোগাযোগ করতে আমি ব্যর্থ হই। এজন্য আজ তার বাড়ির সামনে আমি ধরনা দিতে বাধ্য হলাম। এদিকে প্রেমীকের পরিবারের অভিযোগ এভাবে এক যুবতী বাড়িতে এসে প্রেমের কথা বললেই কি প্রেম হয়? কি প্রমাণ আছে বলে প্রশ্ন তোলেন। যদিও ধর্নারত প্রেমিকার অভিযোগ তাদের একাধিক অন্তরঙ্গ মুহূর্তের ছবি রয়েছে তার কাছে। 


এই প্রসঙ্গে ধর্নারত প্রেমিকার এক নিকট আত্মীয় জানান, " মাফিজুল করিম মাসুম বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল প্রায় দুই বছর আগে। এখন আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে বিয়ে করতে অস্বীকার করে। আমরা চাই সম্পর্কটি বাস্তবে রূপ পাক। "এই বিষয়ে  প্রেমিক পরিবার পক্ষ থেকে জানানো হয় সরকারি কর্মী  হওয়া সড়যন্ত্র  করে  ফাঁসানো হচ্ছে তাকে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side