সুশোভন সিংহ ; আপনার নিউজ :- দেশের এবং দলের আভ্যন্তরীণ সমালোচনার মুখে পড়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন বাইডেন। তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে ডেমোক্র্যাট শিবির থেকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন আমেরিকার প্লাটফর্ম প্রেসিডেন্ট। তবে ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বেশ কয়েক জন। বাইডেনের পরবর্তী সময়ে সেই শূন্যস্থানে কাকে বসানো হবে, তা নিয়ে বিস্তর চর্চা শুরু আমেরিকায়।
উল্লেখ্য বিগত এক সপ্তাহ ধরে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাইডেনের গ্রহণযোগ্যতা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেই প্রশ্ন উঠছিল। বাইডেনের প্রার্থী পদের বিরোধিতা করেন খোদ প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও। তারপর থেকেই জল্পনা শুরু হয় আদৌ বাইডেন প্রেসিডেন্টে নির্বাচনের দৌড়ে থাকবেন কিনা তা নিয়ে। তবে রবিবার শেষ পর্যন্ত বাইডেন নিজেই ঘোষণা করেছেন, তিনি নির্বাচনে লড়াই করছেন না। বরং তার জায়গায় উত্তরসূরী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন তিনি।
ডেমোক্র্যাট দলে অন্যান্য থেকে প্রেসিডেন্ট হাওয়ার দৌরে কমলা কেন এগিয়ে? এর কারণ হিসেবে মনে করা হচ্ছে ১) বাইডেন নিজে কমলার নাম প্রস্তাব করেছেন। ২) দলের অন্যান্যদের তুলনায় কমলার রাজনৈতিক, প্রশাসনিক ও আইনি অভিজ্ঞতা অনেক বেশি। তবে প্রগতিশীল ডেমোক্র্যাটরা কমলা হ্যারিসের বিরোধিতার সুর ছড়িয়েছে। তাদের মতে দেশে এমন কোন নিয়ম নেই যে, বাইডেন সরে গেলে ডেপুটিকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিতে হবে।