আপনার নিউজ ;মুর্শিদাবাদ:- ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ বলেন, "আমি আগেই বলেছি আমি যেমন রাজনীতিতে দায়বদ্ধ পরিবারের প্রতিও দায়বদ্ধ। ঠিক তেমনই খেলার প্রতিও দায়বদ্ধ আমার। আমি ক্রিকেট খেলে এত বড় হয়েছি। তবে বহরমপুরের সাধারণ মানুষের জন্য অনেক কাজ করার আছে এখানকার মানুষের কাজ আটকে যেত দেব না।" তৃণমূল সাংসদ আরও বলেন, "ভোটের আগে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেইসব প্রতিশ্রুতি পালনে আমি দায়বদ্ধ।"
লোকসভা ভোট পরবর্তী সময়ে বিরোধীরা অভিযোগ করছিলেন সাংসদ হওয়ার পর থেকে এলাকায় দেখাই মেলেনি ইউসুফ পাঠানের। বলা হচ্ছিল তিনি খেলা নিয়েই ব্যস্ত। সেই সকল অভিযোগই এবার কার্যত নস্যাৎ করলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ। তিনি বলেন, “স্পোর্টস অ্যাকাডেমি করার কথা বলেছিলাম সেইসব বিষয়ে বিভিন্ন দফতরের সঙ্গে কথা বলা হচ্ছে । জমি নেওয়ার জন্য কথা বলা হচ্ছে। এখানকার মানুষের জন্য যে কাজ করার কথা বলেছি, সেই কাজগুলি এবার আমি করব।”