Type Here to Get Search Results !

কাঞ্চন মল্লিকের প্রথম বিয়ে কেন ভেঙেছিল, জানালেন কাঞ্চনের প্রথম স্ত্রী



আপনার নিউজ ডেক্স:- কাঞ্চনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা দাস (Anindita Das)। বছর আগেই তাদের সম্পর্ক ভেঙেছে। তবে সম্পর্ক ভাঙ্গনের আগে প্রায় সাড়ে সাত বছর সংসার করেছিলেন তারা। যদিও এই বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছিল। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে অনিন্দিতা দাস নিজের জীবনের সেই পুরোনো অধ্যায় প্রসঙ্গে মিডিয়ার সামনে মুখ খুললেন।


অনিন্দিতা বলেন, “আমাদের সাড়ে সাত বছরের দাম্পত্য ছিল। বহুকাল আগেই বিচ্ছেদ হয়েছে, সেই সব নিয়ে আর কথা বলতে চাই না”। আবার পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের চড়াই-উতরাই এবং শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিয়ে প্রসঙ্গে কাঞ্চনকে নিয়ে যে নতুন তরজা শুরু হয়েছে তাতেও বিশেষ আমল দিতে নারাজ কাঞ্চনের প্রাক্তন স্ত্রী। তার সাফ জবাব, “ওঁর জীবনে কী হচ্ছে, তা দেখার জন্য ওঁর পরিবার আছেন। এটা তাদের বিষয়। আমি মন্তব্য করার কেউ নই”।


কাঞ্চন-অনিন্দিতার বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে খোরপোষের প্রসঙ্গটিও উঠে আসে। গুঞ্জন ছিল, বিবাহ-বিচ্ছেদের সময় অনিন্দিতা নাকি কাঞ্চনের কাছ থেকে খোরপোষবাবদ প্রচুর টাকা নিয়েছিলেন।সে কথা সম্পূর্ণ অস্বীকার করে অনিন্দিতার পাল্টা প্রশ্ন, “যদি প্রচুর টাকা নিতাম,তাহলে আমার খেতে না পাওয়ার মতো অবস্থা কী করে হল বলুন তো?”


কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্ক বহুদিন আগেই চুকে গিয়েছে। অনিন্দিতা এখন তার কেরিয়ার নিয়েই আছেন। বিয়ের প্রতি আর ভরসা নেই তার। তুলনায় দুটি সমমনস্ক মানুষের সহবাসের উপর তিনি আস্থা রাখেন। টলিউডে কাজ করার পাশাপাশি সুদূর মুম্বাই থেকেও এসেছিল অভিনয়ের সুযোগ। তবে আরোপিত শয্যা-দৃশ্যে অভিনয় করবেন না বলে সেই প্রস্তাব ফিরিয়েছেন অনিন্দিতা। তবে চিত্রনাট্যের প্রয়োজনে খোলামেলাভাবে পর্দায় ধরা দিতে তার কোনও আপত্তি নেই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side