আপনার নিউজ ডেক্স :- ঝাড়ফুঁকের আড়ালে আদিবাসী যুবতীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থানার পুলিশ। ধৃতের নাম রন্টু চিক বরাইক(৩৮) স্থানীয় এলাকাতে সাধু বাবা হিসেবেই তিনি পরিচিত। বাড়ি ঘোষপুকুরের কমলা চা বাগানের গুদাম লাইনে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা যায়, ওই নির্যাতিতা যুবতীর বাবা নেই, একমাত্র দাদার মৃত্যু হয়েছে কিছুদিন আগে। বৃদ্ধা মা ও বৌদির সঙ্গে থাকেন ওই যুবতী। মানসিক অবসাদগ্রস্ত হওয়ায় অভিযুক্ত সাধুবাবা যুবতীর বাড়িতে এসে ঝাড়ফুঁক করতে। সুস্থ করার নামে সে প্রায়ই যুবতীকে ধর্ষণ করত যুবতীর অভিযোগ। এরপর যুবতী অন্ত্বঃসত্তা হয়ে পড়েন। এরপর গত মঙ্গলবার যুবতীর মায়েরও মৃত্যু হয়। পরবর্তীতে বুধবার নির্যাতিতা প্রতিবেশীদের কাছে সমস্ত ঘটনা জানালে প্রতিবেশীরা তাঁকে নিয়ে বাগডোগরা থানায় অভিযোগ জানায়। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গতকালই ‘সাধুবাবা’ রন্টুকে গ্রেপ্তার করে পুলিশ।