দিলদার আলী; গঙ্গারামপুর:- দঃ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকে মহেন্দ্র একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নেহেরু যুব কেন্দ্র দক্ষিণ দিনাজপুর (মিনিস্ট্রি অফ ইউথ এফেয়ার্স এন্ড স্পোর্টস ,গভ.অফ ইন্ডিয়া) ও মহেন্দ্র যুব শক্তির (এনজিও) যৌথ উদ্যোগে মহেন্দ্র হাই স্কুলে এইচ আই ভি ও এডস নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।
প্রদীপ জ্বালিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন মাননীয় পার্থ সরকার এই সি টি সি কাউন্সিলার হরিরামপুর হাসপাতাল সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী বিপ্লব রায় এবং মাধাই সরকার সহ অনেকে ।
আরও পড়ুন :- ভয়াবহ দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস, লাইনচ্যুত ১২টি বগি
এইচ আই ভি কি?কেনো হয়? কি করলে এর থেকে মুক্তি পাওয়া যায় এই বিষয়ে বিশদ আলোচনা করেন পার্থ সরকার
তিনি আরো বলেন যদি কেউ এই বিষয়ে টেস্ট করাতে চায় তাহলে হরিরামপুর হাসপাতালে আসতে হবে। আর এই ধরণের প্রোগ্রামে কোনো রকমের সাহায্য লাগলে তিনি সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন । এ প্রসঙ্গে
আরও পড়ুন:- বুনিয়াদপুরে বেসরকারি নার্সিংহোম গুলোতে ক্রেতা সুরক্ষা ও স্বাস্থ্য দপ্তরের যৌথ অভিযান
এনজিও সেক্রেটারি পরিমল হালদার বলেন এইডস নিয়ে মানুষের মধ্যে যে ভুল ধারণা গুলো আছে তা দুর করা এবং মানুষের মধ্যে এই রোগ বিষয়ে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। এদিন
প্রায় ১০০ জন মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ। প্রোগ্রাম শেষে সবার হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।