Type Here to Get Search Results !

Nadia News: ২১ জুলাইয়ের সভা থেকে বাড়ি ফেরার পথে মোটরবাইক দুর্ঘটনায় মৃত নদীয়ার তৃণমূল নেতা


আপনার নিউজ ডেক্স :- তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবছরের মতো গতকাল অর্থাৎ একুশে জুলাই ধর্মতলায় পালন করা হয়েছে শহীদ দিবস। গোটা রাজ্য থেকে কাতারে কাতারে কর্মী সমর্থকরা হাজির হয়েছে না সেই সভায়। গতকাল সভা শেষে রাজ্যের বিভিন্ন জেলায় ফেরত গেছেন নেতাকর্মীরা। আর এরই মাঝে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল নদিয়ার এক তৃণমূল নেতার। রাস্তা পার হওয়ার সময় একটি মোটরবাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই তৃণমূল নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 


তৃণমূল সূত্রে খবর, রবিবার ভোরে ট্রেনে করে শিয়ালদহ যান চাঁদ। তার পর সেখান থেকে কর্মী সমর্থকদের সাথে হেঁটে ধর্মতলা যান চাঁদ। সমাবেশ শেষে ভাগীরথী এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন। পলাশি স্টেশনে নেমে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। ১২ নম্বর জাতীয় সড়ক পার করার সময় একটি বাইক এসে তাঁকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই ওই তৃণমূল নেতা ছিটকে পড়েন রাস্তার এক পাশে। 


স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনায় আহত তৃণমূল নেতাকে। তবে চিকিৎসকেরা জানান, রাস্তাতেই মৃত্যু হয়েছে তাঁর। তৃণমূল নেতার মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। মৃত তৃণমূল নেতার আত্মীয় শামসুল শেখ জানিয়েছেন, প্রত্যেক বছর ২১ জুলাইয়ের সভায় যেতেন চাঁদ। এ বারও তার অন্যথা হয়নি। 




Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side