পার্থ মন্ডল ; মালদা:- গতকালের ঘটনার পর আজও থমথমে মালদার মানিকচকের এনায়েতপুর এলাকা। লোকশূন্য গোটা গ্রাম এখনো। গত কালকের ঘটনার প্রতিবাদে আজ সিপিএমের ডাকা ১২ ঘণ্টার বন্ধ মানিকচকে। তার প্রভাব পড়েছে যথেষ্ট। সকাল থেকে সমস্ত দোকানপাট বন্ধ, বন্ধ রয়েছে যান চলাচল।
মালদহের মানিকচকে বৃহস্পতিবার স্থানীয়দের অবরোধ তুলতে গিয়ে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে পুলিশ। সাংবাদিক বৈঠক করে এমন দাবিই করলেন মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। তিনি এ-ও জানিয়েছেন, অবরোধকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়েছে। মানিকচকের আইসি-সহ তিন জন পুলিশকর্মী গুরুতর আহত। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ তুলে অবরোধ-বিক্ষোভ চলছিল। সেই অবরোধ সরাতে গিয়ে পুলিশ কেন গুলি চালিয়েছে, ইতিমধ্যে তা নিয়ে রিপোর্ট তলব করেছে নবান্ন।
মানিকচক থানার এনায়েতপুরের বাসিন্দাদের অভিযোগ, দিনের বহু সময় বিদ্যুৎ থাকে না সেখানে। বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার মানিকচকের ১০ জায়গায় অবরোধ করেন স্থানীয়েরা। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভকারী এবং পুলিশের খণ্ডযুদ্ধ বাধে বলে অভিযোগ। সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। তাতে আহত হয়েছেন দু’জন। মালদহ মেডিক্যাল কলেজে তাঁরা চিকিৎসাধীন। পুলিশের দাবি, আত্মরক্ষার জন্যই গুলি চালানো হয়েছে।
যদিও এই বিষয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্তারা পৌঁছে আহত পুলিশকর্মীদের উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ সুপার জানিয়েছেন, অবরোধকারীদের মধ্যে একটি দল বেশি আগ্রাসী হয়ে ওঠে। এক এএসআইয়ের ঘাড়ে আঘাত করা হয়। তাঁর হেলমেটের ফিতে ছিঁড়ে যায়। আইসিকে ধাক্কা দেওযা হয়। তিনি মাটিতে পড়ে যান। তাঁরও হেলমেটের ফিতে ছিঁড়ে যায়। তখনও পাথর ছোড়া হচ্ছিল। আঘাতের জেরে এএসআই প্রায় জ্ঞান হারিয়ে ফেলেন। তিন জন গুরুতর আহত হয়েছেন। বাকি কয়েক জন পুলিশকর্মীর চোট-আঘাত লেগেছে। এই ঘটনায় কয়েক জন স্থানীয়ও আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি এ-ও জানিয়েছেন, পরিস্থিতির সুযোগ নিয়ে যাঁরা পুলিশকে আক্রমণ করেছেন এবং বিশৃঙ্খলা তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Malda News Update: গতকালের ঘটনার পর আজও থমথমে মালদার মানিকচকের এনায়েতপুর এলাকা, লোকশূন্য গোটা গ্রাম
জুলাই ১৯, ২০২৪
0
Tags