দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েত নুরপুর হাই মাদ্রাসায় ২২ বছর পরে প্রধান শিক্ষক হিসেবে আজিজুল হোসেন নিযুক্ত হলেন। আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নুরপুর হাই মাদ্রাসা পরিচলনস সমেতি ও বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফেরাম উদ্যোগ প্রধান শিক্ষক আজিবুল হোসেন কে ফুলের তোড়া উওরিয়ো ও মিষ্টি পেকেট দিয়ে বরন করে নেওয়া হয়।
উল্লেখ্য ২০০২ সাল থেকে নুরপুর হাই মাদ্রাসা প্রধান শিক্ষক হিসাবে কেউ ছিল না ২২ বছর পর প্রধান শিক্ষক পাওয়া অভিভাবক গ্রামবাসী ও ছাত্র-ছাত্রীদের খুশী। এদিন উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আজিজুল হোসেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম , পরিচালন সমেতি সম্পাদক তফিজার রহমান হায়দার আলী আজিবুল ইসলাম মারকাশিম আলী সহ অনেক। নুরপুর হাই মাদ্রাসা স্কুল পরিকাঠামো বেহাল অবস্থা রয়েছে আশ্বাস দিয়েছেন নব নিযুক্ত প্রধান শিক্ষক আজিবুল হোসেন। এই কুশমন্ডি পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন ২২ বছর পর প্রধান শিক্ষক নুরপুর হাই মাদ্রাসা পেলাম পঠন পাঠান ভালো হবে পরিকাঠামো উন্নত হবে উন্নত হবে বলে সর্বদা স্কুলের পাশে থাকবেন বলে জানান শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এই বিষয়ে এক ছাত্রী জানান আমরা প্রধান শিক্ষক পেয়ে খুব খুশি আমদের দাবী গুলো পুরোন হবে বলে জানান ছাত্রী।