দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কুশমন্ডি-বুনিয়াদপুর ১০ নং রাজ্য সড়কে কালিকামড়া মোড়ে মঙ্গলবার গভীর রাতে পিকআপ ভ্যান ও লড়ির মুখোমুখি সংঘর্ষে ।
এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় ৪ জন। এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ঘটনা স্থলে কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন পৌঁছায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রশিদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পাঠায় সেখান থেকে রেফার করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে চিকিৎসাধীন রয়েছে আহত ব্যক্তিরা। কুশমন্ডি থানার পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে তদন্ত শুরু করেছে।