Jammu and Kashmir: আবার জম্মু-কাশ্মীরের সেনা ঘাঁটিতে জঙ্গি হানা, চলছে গুলির লড়াই
জুলাই ২২, ২০২৪
0
আপনার নিউজ ডেক্স:- চলতি বছরে এই নিয়ে পাঁচবার জঙ্গি হামলা হলেও জম্বু কাশ্মীরে। এই মাসের ৮ জুলাই এবং ১৬ জুলাইয়ে পর আজ আবার জঙ্গিদের রাজৌরিতে বড় হামলা সাতসকালে। গোটা এলাকায় নেমেছে সেনা, চলছে তল্লাশি অভিযান। গুলির শব্দ শোনা যাচ্ছে মুহুর্মুহু। সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্টওয়াল বলেন, 'রাজৌরির একটি দূর প্রান্তের গ্রামের সেনা ঘাঁটিতে বড়সড় হামলা চালিয়েছে সেনারা। জঙ্গিদের ধরতে অপারেশন চলছে।
সূত্রের খবর অনুসারে গুন্ধা খাওয়াস এলাকার এই হামলা করে জঙ্গিটা। জঙ্গিদের সাথে গুলির লড়াই আহত হয়েছেন এক সেনা। তৃতীয়বারের মতো কেন্দ্রে ক্ষমতায় মোদি সরকার আসার পর এ নিয়ে মোট পাঁচবার হামলা হল জম্মু-কাশ্মীরে। ১৬ জুলাই ডোডা জেলাতেও নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ চলে। প্রাণ হারান একজন ভারতীয় সেনা অফিসার সহ চারজন নিরাপত্তারক্ষী। এই নিয়ে জম্মু এলাকায় ৩২ মাসে ৪৮ জন সেনা শহিদ হয়েছেন। এর পরেই ঘটে গেল আজকের হামলা।
চলতি বছরের মে, পুঞ্চ জেলায় ভারতীয় বায়ুসেনার একটি গাড়ি সহ অন্য একটি গাড়িতে তীব্র গুলিবর্ষণ হয়। যেখানে বায়ু সেনার এক জওয়ান শহিদ হন এবং পাঁচজন আহত হয়েছিলেন। এছাড়াও ৯ জুন রিয়াসিতে তীর্থযাত্রীদের একটি বাসে হামলা চালায়। ৮ এবং ১৬ই জুন নিশংসক জঙ্গি হামলায় মোট নয়জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন।
ঘটনা উল্লেখ্য, পরপর জঙ্গি হামলা নিয়ে কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা একটি উচ্চস্তরের বৈঠক করেন কাশ্মীরের নিরাপত্তা নিয়ে। চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বিএসএফ-এর ডিজি নিতিন আগরওয়াল-সহ সিআরপিএফ-এর ডিজি, জম্মু-কাশ্মীরের ডিজিপি প্রমুখ অংশ নিয়েছিলেন সেই বৈঠকে। সেখানেই আলোচনা হয় উপত্যকার নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী পদক্ষেপ করা হবে।
Tags