সুশোভন সিংহ ; বুনিয়াদপুর:- গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নার্সিংহোম। নানান সময় বিভিন্ন প্রকারের অভিযোগ উঠে এই নার্সিংহোম গুলোর উপরে। এবার সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের নির্দেশ অনুসারে বুনিয়াদপুর পৌর এলাকার নার্সিংহোম গুলোতে যৌথ অভিযান চালালো ক্রেতা সুরক্ষা ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা।
বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা শাসকের কার্যালয়ের বিপরীত দিকের এক বেসরকারি নার্সিংহোমে সর্বপ্রথম অভিযান চালানো হয়। স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সূত্রে খবর গতমাসে এই নার্সিংহোমের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। এর পাশাপাশি ৩০ শয্যা বিশিষ্ট এই নার্সিংহোমে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা পালন করা হয় না।
এর পরে অভিযান চালানো হয় বুনিয়াদপুরের এক নামকরা নার্সিংহোমে। দীর্ঘক্ষণ সরকারি আধিকারিকেরা স্বাস্থ্য বিষয়ক নথিপত্র এবং রোগী পরিষেবা খতিয়ে দেখেন। সরকারি আধিকারিকদের কথা অনুসারে এই নার্সিংহোমের কাগজ পত্রে কিছু অসঙ্গতি রয়েছে। এই অভিযানের বিষয় ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক মনোজিৎ কুমার রাহা জানান,' জেলাশাসকের নির্দেশে আমরা জেলার বিভিন্ন বেসরকারি নার্সিংহোম গুলোতে ভিজিট করছি, এর অঙ্গ হিসেবে আজ আমরা বুনিয়াদপুরে কিছু বেসরকারি নার্সিংহোমে অভিযান চালালাম। এরকম অভিযান জেলা জুড়ে চলবে, '। স্বাস্থ্য দপ্তর এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে জেলার সাধারণ জনগণ।