Chandigarh-Dibrugarh train derails in Gonda-Mankapur section.
সুশোভন সিংহ ; উত্তর প্রদেশ :- আবার ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। উত্তরপ্রদেশের গোন্ডা রেল স্টেশনের কাছাকাছি এই দুর্ঘটনার কবলে পড়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। এই দুর্ঘটনার ফলে লাইনচ্যুত হয়েছে ১২ টি বগি। চন্ডিগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল এই ট্রেন। সূত্রের খবর অনুসারে সব থেকে বেশি ক্ষতি হয়েছে এসি বগিগুল। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গত ১৬ জুন পশ্চিমবঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর ঠিক একমাস পরেই আবার দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। পরপর এই দুর্ঘটনার দায় দায়িত্ব কার? রেলের সুরক্ষা ব্যবস্থায় উঠছে প্রশ্ন। সাধারণ মানুষের জীবনের সুরক্ষা দিতে ব্যর্থ রেল, উঠছে প্রশ্ন।