আপনার নিউজ ডেক্স :- বর্তমানে পশ্চিমবঙ্গের বাজারে অগ্নি মূল্য শাকসবজিতে। এরফলে প্রভাব পড়েছে সাধারণ বাঙালির হেঁশেলে। নিত্য প্রয়োজনীয় আনাচের দাম বৃদ্ধিতে জেরবার সাধারণ জনগণ। এবার বাংলার মানুষকে আরো ভুগতে হতে পারে। রবিবার থেকে রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। আলুর বাজারে জোগানে ঘাটতির আশঙ্কা। জোগানের অভাবে ফের আলুর দাম বৃদ্ধির শঙ্কাও মাথাচাড়া দিতে শুরু করেছে।
এদিন বাঁকুড়ার জয়পুরের একটি বেসরকারি হোটেলে হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এই কর্মিবিরতির কথা ঘোষণা করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। আলু সহ সবজির দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে কৃষি বিপণন দফতর, টাস্ক ফোর্স, পুলিশ। রপর থেকেই আলুর দাম কমানোর জন্য ক্রমাগত চাপ তৈরি করা হতে থাকে বলে অভিযোগ ব্যবসায়ীদের। একইসঙ্গে রাজ্যে আলুর দাম কমানোর জন্য ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। রাজ্যের সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই লরি।
রাজ্যের আলু চাষিদের স্বার্থে রবিবার থেকে এই কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানাচ্ছেন, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রেখেই কর্মবিরতি পালন করবেন রাজ্যের আলু ব্যবসায়ীরা।