ইসলামপুরে জমি বিভাগকে কেন্দ্র করে বৃদ্ধকে খুন,অভিযোগের তীর তৃণমূল নেতার বিরুদ্ধে
জুলাই ২৪, ২০২৪
0
ইসলামপুর:- জমি বিভাগকে কেন্দ্র করে বৃদ্ধকে খুনের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইসলামপুর (Islampur) ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের মোলানি এলাকায়। মৃতের নাম মজিবর (৬০)। অভিযুক্ত স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী। এই ঘটনা জেরে আহত হয়েছেন একাধিক ব্যক্তি।
বেশ কয়েকদিন যাবত নানান অপরাধের ঘটনায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের নাম খবরের শিরোনামে শিরোনামে। আর এবার সেই মুকুটে যুক্ত হলো আরেকটি অপরাধের পালক। ধানের সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত জমি নিয়ে স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা ফারাজের সঙ্গে বিবাদ চলছিল স্থানীয় ব্যক্তি মজিবরের। বুধবার সেই বিবাদ চরম রুপ নেয়। সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে। মারধরের জেরে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মজিবর। তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এলাকা শান্তিপূর্ণ রাখার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
Tags