আপনার নিউজ ডেক্স :- বছরের শুরুতে জীবনের ২০ বছর একসঙ্গে কাটানোর উদযাপনে মেতেছিলেন যিশু-নীলাঞ্জনা। আর কিছু মাসের ব্যবধানে এমনকি ঘটে গেল যেখানে ইনস্টাগ্রাম থেকে স্বামীর সঙ্গে রোম্যান্টিক ছবি ও সেনগুপ্ত পদবি মুঝে দিতে হল নীলাঞ্জনা কে? যিশু-নীলাঞ্জনার সুখের সংসারে নাকি বড়সড় চিড় ধরেছে! সেই চিড় এতটাই বড় যে সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশ থেকে ‘সেনগুপ্ত’ পদবী মুছে ফেললেন নীলাঞ্জনা।
বর্তমানে নীলাঞ্জনার সামাজিক মাধ্যমের পোস্টগুলো কেবলমাত্র বেদনাদায়ক ও একাকিত্বের বহিঃপ্রকাশ করছে। নিজের ইস্টাগ্রামের দেওয়াল থেকে বরের সঙ্গে ভাগ করে নেওয়া নেওয়া একাধিক রোম্যান্সিক মুহূর্তের ছবি ডিলিট করেছেন নীলাঞ্জনা। টলিপাড়ার অন্দরে কান পাতলেও শোনা যাচ্ছে, এমই গুঞ্জন। বর্তমানে যিশু সেনগুপ্ত টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে নানান ছবি নিয়ে ব্যস্ত। সূত্রের খবর অনুসারে ইদানিং আর নায়ককে দেখা যায় না টলিউডের।
খবর, মুম্বইয়ে কাজের ব্যস্ততার মাঝেই নাকি অন্য কাউকে মন দিয়ে ফেলেছেন যিশু। সেই খবর নীলাঞ্জনার কানে পৌঁছাতে বেশি সময় লাগেনি। স্বভাবত যিশু-নীলাঞ্জনার সংসারে নিত্য অশান্তি সেই তৃতীয় ব্যক্তিকে ঘিরে। কাজের সূত্রে নিয়মিত যিশুর ওঠাবসা তাঁর সঙ্গে, যদিও তিনি অভিনেত্রী নন।
২০০৪ সালের ৪ঠা মার্চ নীলাঞ্জনাকে বিয়ে করেন যিশু। ‘হিপ হিপ হুররে’ ধারাবাহিকে অভিনয় করতেন, মুম্বইয়ে গিয়ে কাজ করার সময় থেকেই প্রেম দুজনের। তারপর জীবনের ওঠানামার সাক্ষী থেকেছেন দুজনে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে যিশু বলেছিলেন, 'আমি না গুড হাজব্যান্ড না ভালো বাবা। কারণ পরিবারকে যতটা সময় দেওয়া উচিত আমি দিতে পারি না'। তবে কি এবার যীশু নীলাঞ্জনার দীর্ঘ ২০ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি আসতে চলেছে?