আপনার নিউজ ডেক্স :- সকল দম্পতিদের কাছে প্রথম সন্তান এক আবেগের বিষয়। প্রথমবার মা হওয়ার পর নারীদের মনে নানান কৌতহল জন্মগ্রহণ নেয়। সত্য যে শিশুটা মায়ের গর্ভে ধীরে ধীরে বড় হচ্ছে সে কি কি করতে পারে তা নিয়ে রয়েছে বিস্তর কৌতূহল।
আজ আমরা এ প্রতিবেদনে কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব।
১) আপনি কি জানেন, গর্ভে থাকাকালীনও কাঁদতে পারে শিশু। হ্যাঁ একবারই ঠিক শুনছেন বিজ্ঞান এমনটাই বলে।
২) বয়সের সঙ্গে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ, বয়স বাড়লে নানা হরমোনজনিত পরিবর্তনের জন্য একসঙ্গে একাধিক ডিম্বাণু নিঃসরণ হতে পারে।
৩) গর্ভাবস্থায় ছ’মাস চলাকালীন আপনার শিশু প্রথম চোখ খোলে।
৪) অন্তঃসত্ত্বা থাকাকালীন হবু মা মানসিক চাপে থাকলে সন্তানের মস্তিষ্কের বিকাশ ব্যহত হয় এবং ভবিষ্যতে সমস্যা হতে পারে।
৫) চিকিৎসা বিজ্ঞানের মতে প্রসবের ১০ সেকেন্ড পর শিশু তার প্রথম শ্বাস নেয়।