আপনার নিউজ ডেক্স:- সবে বিয়ে করে বাড়ি ফিরেছেন নববধূকে নিয়ে। নতুন বউয়ের সাথে এসেছিলেন নাবালিকা বান্ধবী। আর ফুলশয্যার রাতে স্ত্রীর বান্ধবীকে মাদক খাইয়ে নেশাগ্রস্ত করে ধর্ষণের অভিযোগ উঠেছে সদ্য বিয়ে করা বরের বিরুদ্ধে। ফালাকাটা-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনা। এই ঘটনার ফলে সোমবার রাতে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই পুলিশ নব দম্পতিকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েত এলাকার এক পাত্রীর সঙ্গে ফালাকাটা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার এক তরুণের বিয়ে হয় রবিবারে। সোমবার নববধূ এবং নববধূর বান্ধবীকে নিয়ে ফিরে আসুন বাড়িতে। আর সেই ফুলশয্যার রাতে ঘটে বিপত্তি। সেই রাতে স্ত্রীর বান্ধবীকে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয় বলে অভিযোগ। রাতেই পরিবারের লোকজন এলাকায় এসে নাবালিকাকে নিয়ে যায়৷ পুলিশকেও জানানো হয়। মঙ্গলবার সকালে পরিবারের তরফে সেই দম্পতির বিরুদ্ধে এফআইআর করা হয়।
যদিও এ এই বিষয়ে নব দম্পতিদের পরিবার অস্বীকার করেছেন। পাশাপাশি নির্যাতিতার পরিবার থেকে দোষীর আইন অনুযায়ী শাস্তি হোক সেটার দাবি জানানো হয়েছে। এ ঘটনা নিয়ে ফালাকাটা থানার আইসি সমিত তালুকদারের জানান, ‘অভিযুক্ত নবদম্পতিকে গ্রেপ্তার করে এদিন আদালতে পাঠানো হয়। নাবালিকার মেডিকেল পরীক্ষাও করা হয়েছে।’