দিল্লি:- সম্প্রতি মাননীয়া রাষ্ট্রপতির G-20 সম্মেলনের অতিথিদের আমন্ত্রণপত্রে 'প্রেসিডেন্ট অফ ভারত' লেখার পর থেকে গোটা দেশজুড়ে এক গুঞ্জন শুরু হয়েছে। তবে কি এবার দেশের নাম কেবলমাত্র ভারত হচ্ছে। রাজনৈতিক দলের নেতারা নেমে পড়েছে একে অপরকে কটাক্ষ করতে। এর মাঝে মন্ত্রি সভায় ওরা নির্দেশ প্রধানমন্ত্রী মোদির। ইন্ডিয়া ভারত এই বিষয়ে মুখ না খোলার নির্দেশ নমোর।
প্রসঙ্গত, কেবলমাত্র মাননীয়ার রাষ্ট্রপতি নন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইন্দোনেশিয়া সফরের সূচি এক্স (সাবেক টুইটার) এর হ্যান্ডলে প্রকাশ করেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। সেখানে মোদীর পদ লেখা হয়েছে, ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’। যদিও সরকারি প্রথা অনুযায়ী তাঁর পদটিকে ‘প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া’ লেখা হয়।