Sunny weather today, light showers forecast tomorrow
আপনার নিউজ:- বেশ কিছুদের ভাল আবহাওয়ার পর আজ রাখিপূর্ণিমার দিন ভ্যাপসা গরমের সম্মুখীন হতে হবে বাংলার জনগণকে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে যথা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। এছাড়াও, সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার ক্ষেত্রেও সেই আশা নেই বললেই চলে, আবার বৃহস্পতিবার এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
উত্তরের পাশাপাশি দক্ষিণের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে বৃষ্টিপাত হবে না বললেই চলে। এদিকে, বৃহস্পতিবার দিন প্রায় সব জেলাতেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও ভ্যাপসা গরম যন্ত্রণা দেবে।