আপনার নিউজ:- সম্প্রতি চীন এক নতুন মানচিত্র প্রকাশ করেছে,আর সেখানে দেখা যাচ্ছে অরুণাচলের কিছু অংশ চীন নিজেদের ভূমি বলে দাবি জানিয়েছে। এমতাবস্থায় এই বিষয়ে দেশের প্রধানমন্ত্রী কোন প্রকার মন্তব্য না করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই বিষয়ে কটাক্ষ করেছেন
তিনি বলেন প্রধানমন্ত্রীর চীন সম্পর্কে কিছু বলা উচিত ছিল,কিন্তু এটাই দু:খের যে তিনি চুপ আছেন।
রাহুল আর বলেন যে,"আমি বছরের পর বছর ধরে বলে আসছি যে প্রধানমন্ত্রী যা বলেছেন, লাদাখে এক ইঞ্চি জমিও হারিয়ে যায়নি, তা মিথ্যা। পুরো লাদাখ জানে যে চীন লঙ্ঘন করেছে। এই মানচিত্র সমস্যাটি খুবই গুরুতর। তারা জমি কেড়ে নিয়েছে। আর যদি দেশের প্রধানমন্ত্রী এখনো চুপ থাকে এই ব্যপারে তবে এটা দেশের সার্বভৌমত্বের জন্য প্রশ্ন হয়ে দাঁড়াবে।