আপনার নিউজ;বালুরঘাট:- গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্দোলনরত TMCP নেতৃত্বের ওপর বাম ছাএ সংগঠনের আক্রমণের প্রতিবাদে সারা রাজ্যের কলেজে কলেজে ধরনা বিক্ষোভ প্রদর্শন করছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
সেই কর্মসূচির অংশ হিসেবে বালুরঘাট শহরের কলেজেও অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ কর্মসূচি। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার টিএমসিপি সভাপতি অমরনাথ ঘোষ সহ রোহান চক্রবর্তী, বালুরঘাট টাউন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সুরজ সাহা ও সৌরভ সরকার সহ অন্যান্য টিএমসিপি নেতৃত্বরা।