আপনার নিউজ; বালুরঘাট:- আদিবাসী আক্রসিটি অ্যাক্ট কঠোরভাবে লাগু, মনিপুরের আদিবাসীদের ওপর অত্যাচারের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে বালুরঘটে বিক্ষোভ আদিবাসীদের।
একাধিক দাবিতে আদিবাসী সংগঠন সারা ভারত মাঝি যাকাত পরগনার পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় আজ । আদিবাসী আক্রসিটি অ্যাক্ট কঠোরভাবে লাগু, মনিপুরের আদিবাসীদের ওপর অত্যাচারের প্রতিবাদে সহ বিভিন্ন দাবিতে এদিন ডেপুটেশন জমা দেওয়া হয় আদিবাসীদের পক্ষ থেকে। এ দিনের এই কর্মসূচি ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রশাসনিক ভবনের চত্বরে।